শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে সড়কে অবাধে পার্কিং নৈরাজ্যে বাড়ছে যানজট 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সড়কে অবাধে পার্কিং নৈরাজ্যে বাড়ছে যানজট 

কিশোরগঞ্জে সড়ক দখল করে গড়ে উঠেছে মোটরসাইকেল ও গাড়ি পার্কিং ব্যবস্থা। এতে বাড়ছে যানজট ও জনদুর্ভোগ। চলাচলের অনুপযোগী হয়ে উঠছে শহরের পথঘাট, অলিগলি। সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে শহরবাসীকে। 

কিশোরগঞ্জে পার্কিং নৈরাজ্য দীর্ঘদিনের। বিশেষ করে হাসপাতাল ও ক্লিনিক এলাকায় বিভিন্ন ওষুধ কোম্পানির এজেন্টদের যত্রতত্র মোটরসাইকেল পার্কিং করে রাখার প্রবনতা দিন দিন বাড়ছে। 

শহরের ব্যস্ততম প্রধান সড়ক স্টেশন রোড, রথখলা, তেরিপট্টি এলাকার শপিং মল ও মার্কেটের সামনে দেখা যায় অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে রিকশা, মোটরসাইকেল ও প্রাইভেটকার। এতে চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। 

বিগত বছরগুলোতে কার্যকর হয়নি মোটরসাইকেল ও গাড়ি পার্কিংয়ের কোনো পরিকল্পনা। বিভিন্ন সময় পার্কিং নৈরাজ্য নিয়ে একাধিক সংস্থা কাজ করার কথা বললেও সমস্যার জটিলতা কমেনি। সংশ্লিষ্টরা বলছেন, মহাপরিকল্পনার বিকল্প কিছু নেই। পার্কিং ব্যবস্থা নিয়ে এখনই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে, শহরবাসীর বাসযোগ্যতা বিনষ্ট হবে। ফুটপথ থেকে শুরু করে সড়কের কোথাও চলাচলের পথ থাকবে না। 

বাণিজ্যিক ভবনগুলো নির্মাণকালে মোটরসাইকেল ও গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা রাখা হচ্ছে কি-না উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

জানা যায়, শহরের বাণিজ্যিক ভবনের নেই কোনো পার্কিং-এর ব্যবস্থা। বড় বিপণিবিতানগুলোতে পার্কিং ব্যবস্থা না থাকার দরুন রাস্তার যেখানে সেখানে ক্রেতারা মোটরসাইকেল, রিকশা, গাড়ি পার্কিং করে থাকেন। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ইচ্ছা ও সুবিধার জন্য সড়ককেই বেছে নেন। 

এ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট সানিউল হক জানান, আমরা সড়কে মোটরসাইকেল ও অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ